র্যালিতে অংশ নেয়ায় বাংলাদেশী নায়কের ভিসা বাতিল, মোদির কেন নয়?: মমতা
পশ্চিমবঙ্গে নির্বাচন চলাকালে একটি নির্বাচনী র্যালিতে অংশ নেয়ায় বাংলাদেশী একজন চলচ্চিত্র তারকার ভিসা বাতিল করা হয়েছে। তাহলে এবার একটা বিশেষ শ্রেণির ভোটারদের ‘মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার জন্য’ বাংলাদেশে যাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘কেন ব্যবস্থা নেয়া হবে না’ প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর এএনআই
২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে র্যালিতে অংশ নিয়ে বক্তব্য দেয়ার কারণে বিজেপির তোপের মুখে পড়েছিলেন বাংলাদেশী অভিনেতা ফেরদৌস। মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম উল্লেখ না করেই শনিবার এক নির্বাচনী জনসভায় বলেন, ‘সবশেষ নির্বাচনে (২০১৯ সালের লোকসভা নির্বাচন) আমাদের একটি র্যালি হচ্ছিল। তিনি সেই র্যালিতে অংশ নিয়েছিলেন। শুধু এটা দেখানোর জন্য যে, আমি বাংলাদেশ থেকে এসেছি, তোমাদের শুভকামনা জানানোর জন্য। এই বিজেপির লোকজন বাংলাদেশ সরকারের সাথে কথা বলে.... ভারতের সরকার তার ভিসা বাতিল করে দিয়েছে। বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র। তারপরও সে এই বাংলায় আসতে পারেননি। আমাদের বাংলার চলচ্চিত্র তারকা এবং বাংলাদেশের চলচ্চিত্র তারকারা একসঙ্গে কাজ করে। যদি একজন চলচ্চিত্র তারকা র্যালিতে অংশ নেয়ার জন্য তার ভিসা ছিনিয়ে নেন। আর আজকে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি), আপনি ভোটের জন্য সেখানে (বাংলাদেশ) গিয়ে আপনি যদি ভোটের জন্য কথা বলেন, সেইসব লোকদের নিয়ে যারা নির্বাচন সংশ্লিষ্ট, তাহলে কী হয়?