You have reached your daily news limit

Please log in to continue


পটাশপুরে তৃৃণমূল-BJP সংঘর্ষের অভিযোগ, জখম OC

ভোটের দিন পূর্ব মেদিনীপুরে অশান্তির ঘটনা ঘটল। পটাশপুর ২ নং ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজি চলে। চালানো হয় গুলিও। যার জেরে গুরুতর জখম হয়েছেন পটাশপুরের OC দীপককুমার চক্রবর্তী কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। এগরা সুপার স্পেশ্যাললিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পরে কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, তৃণমূল এবং BJP-র সংঘর্ষ চরমে পৌঁছয় এদিন। রাতভর এলাকায় চলেছে বোমাবাজি। উল্লেখ্য, ওই এলাকাটি ভগবানপুর বিধানসভার অন্তর্গত। খেজুরিতেও সারারাত বোমাবাজির অভিযোগ উঠেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন