বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হলেন ৭৩ জন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ১৯:২৪
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭৩ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে আটজন, সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে এ তথ্য জানিয়েছেন ইসির যুগ্ম-সচিব এস এম আসাদুজ্জামান।
মাঠপর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে এ তথ্য জানানো হয়। জানা গেছে, ২০১৬ সালের প্রথম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ৫৪ জন। ওই সময় প্রথম ধাপে ৭১২টি ইউপিতে নির্বাচন হয়েছিল। সে তুলনায় এবার চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার হার বেশি।