
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন, করোনা মোকাবেলায় কঠোর হোন
গত বছরের জুন মাসের প্রারম্ভে করোনার ঘনঘটার মধ্যেই আমাদের দেশে শিল্প-কারখানা, অফিস-আদালত, ব্যাংক-বীমা ইত্যাদি সকল প্রতিষ্ঠানের দরজার তালা খুলে কাজকর্ম শুরু হয়েছিল। অর্থনীতি সচল রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছিল। জীবন বাঁচাতে জীবিকাকে প্রাধান্য দিয়ে পোশাক শিল্পকারখানাকে খোলার কখা বলা হলেও আসলে পূর্বের নেয়া বড় বড় অর্ডার নষ্ট হবার ভয়টা প্রতিষ্ঠানগুলোকে পেয়ে বসেছিল। শ্রমিকরা পেটের দায়ে জীবনমায়া তুচ্ছজ্ঞান করে কাজে যোগ দিয়েছিলেন।