![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/Mar/25/1616636011297.jpg&width=600&height=315&top=271)
রাজশাহীর পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীর ওপারে চরাঞ্চলের এক গ্রামে প্রকাশ্যে গুলি করে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চৌবাড়িয়া গ্রামের হাজি দেওয়ানের ছেলে।
ওই গ্রামে প্রায় এক মাস ধরে দুইপক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দুইপক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। সেদিন চারজন গুলিবিদ্ধ হন। ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আরও চারজন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গুলি করে হত্যা
- পদ্মার চর