![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/ticket-270209.jpg)
ট্রেনের ৬০ টিকিট দুই কালোবাজারির পকেটে!
কিশোরগঞ্জে রেলস্টেশন থেকে ট্রেনের ৬০টি টিকিটসহ মো. সাইফুল ইসলাম (৪৫) ও মো. মানিক মিয়া (৬৯) নামে দুই কালোবাজারিকে আটক করেছে র্যাব। সোমবার (২২ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উদ্ধার হওয়া টিকিটগুলোর তারিখের কিশোরগঞ্জ টু চট্টগ্রাম বিজয় এক্সপ্রেস, কিশোরগঞ্জ টু ঢাকা এগারোসিন্দুর এক্সপ্রেস এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের আগাম কেনা। কালোবাজারি মো. সাইফুল ইসলাম কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে এবং মো. মানিক মিয়া একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আটক
- টিকিট
- কালোবাজারি