নিশামের ‘ফুটওয়ার্কে’ রানআউট তামিম (ভিডিও)
দ্বিতীয় ওয়ানডেতে দ্বিতীয় ওভারে উইকেট হারানো বাংলাদেশের ভালো সংগ্রহের ভিত গড়ে দিচ্ছিলেন তামিম ইকবাল। কিন্তু অযথা রান নেওয়ার তাড়ায় তাকে বিদায় নিতে হলো ৭৮ রানেই। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩২.৩ ওভারে ৩ উইকেটে ১৪৩ রান। ক্রিজে আছেন মুশফিকুর (২০) ও মোহাম্মদ মিঠুন (৩)।
অবশ্য শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। ম্যাট হেনরির দ্বিতীয় ওভারেই ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার লিটন দাস।
ক্রাইস্টচার্চে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুর ওভারে চার মেরে রানের খাতা খোলেন তামিম। তবে দ্বিতীয় ওভারে বাড়তি বাউন্সের কারণে বিপদে পড়েন লিটন। পুল করতে গিয়েছিলেন। কিন্তু স্কোয়ার লেগে তার শট তালুবন্দি করেন ইয়ং। লিটন বিদায় নেন শূন্য রানে।
তামিমের পঞ্চাশের পঞ্চাশ
বাংলাদেশের ব্যাটিং রেকর্ডে অনেকগুলো ‘প্রথম’ জন্ম হয়েছে যার ব্যাট থেকে, সেই তামিম ইকবাল গড়লেন আরেকটি কীর্তি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করলেন ওয়ানডেতে ফিফটির ফিফটি।
নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার ক্রাইস্টচার্চে ফিফটি করেন তামিম। ওয়ানডেতে যেটি তার পঞ্চাশতম পঞ্চাশ। সঙ্গে ১৩টি সেঞ্চুরি তো আছেই, যেখানেও তিনি দেশের সবার ওপরে।
নিউ জিল্যান্ড-বাংলাদেশ ম্যাচে জেফ ক্রোর ৩০০
টসের সময় এমনিতে সবার দৃষ্টি থাকে মুদ্রার দিকে। আর দুই দলের অধিনায়কের দিকে। তবে এই ম্যাচে একটু বাড়তি মনোযোগ দাবি করতেই পারেন ম্যাচ রেফারি জেফ ক্রো। দারুণ এক মাইলফলক যে তিনি স্পর্শ করলেন!
নিউ-জিল্যান্ড ও বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে ক্রোর ৩০০তম ওয়ানডে। তার আগে এই স্বাদ পেয়েছেন মাত্র ২ জন ম্যাচ রেফারি।
শুরুর ধাক্কা সামলে লড়ছে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এই ম্যাচেও ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি। শুরুর জুটিতে এসেছে কেবল ৪ রান। তবে শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় জুটিতে লড়াই করছে বাংলাদেশ।