চাচার মৃত্যুবার্ষিকীতে প্রাণ গেল ভাতিজার

জাগো নিউজ ২৪ পাথরঘাটা প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ০৯:০৮

বরগুনায় চাচার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে ভাতিজা সুজিত (২৮) নিহত হয়েছেন। সোমবার (২২ মার্চ) রাত ১১টায় পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের পূর্ব ঘুটাবাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজিত একই গ্রামের সুধাংশু সরকারের ছেলে। মৃত্যু সুজিতের চাচাতো ভাই বিবেক ডালি বলেন, আমার বাবা নারায়ণ চন্দ্র শীলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান চলছিল।

সুজিত ঘরের বাইরে গিয়ে বিদ্যুতের বাতির ব্যবস্থা করছিলেন। এসময় তারের ভেতরে গেঁথে থাকা সেফটিপিন হাতে লাগলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ছিটকে পড়েন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জি এম আকবর জানান, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও