বিদেশ যেতে নিষেধাজ্ঞায় অনুমতি নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চায় দুদক

প্রথম আলো হাইকোর্ট প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ১৯:৩৯

সুনির্দিষ্ট আইন বা বিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে কাউকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিতে সংশ্লিষ্ট আদালতের অনুমতি নিতে হবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এই রায় স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান ওই আবেদনের ওপর শুনানির জন্য ২৮ মার্চ দিন রেখেছেন।

বিদেশ যেতে কাউকে বিরত রাখতে যথাযথ আইন বা বিধি প্রণয়নের এখনই সময় উল্লেখ করে ১৬ মার্চ হাইকোর্ট এক রায়ে বলেন, এ বিষয়ে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট আইন বা বিধি প্রণয়ন না হচ্ছে অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে কাউকে বিদেশ যেতে বিরত করতে হলে সংশ্লিষ্ট আদালত থেকে অনুমতি নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও