আমার মুক্তিযোদ্ধা হয়ে ওঠা
১৯৭১ সালের ২৫ ও ২৬ মার্চের মধ্যবর্তী রাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী যখন হত্যাযজ্ঞ চালাচ্ছে তখন ভোলায় সাংগঠনিক সফর শেষ করে এক কর্মী সম্মেলনে যোগ দিতে আমি এবং আমার রাজনৈতিক সহকর্মী আব্দুস সালাম খোকন লঞ্চে চাঁদপুরে পৌঁছাই। রাত আনুমানিক ২টার সময় লঞ্চ থেকে নামার পরই জানতে পারি ঢাকার পিলখানা ইপিআর হেডকোয়ার্টার ও রাজারবাগ পুলিশ লাইনে পাকিস্তানিদের হামলার খবর। লঞ্চ থেকে নামতেই মনে হলো পুরো চাঁদপুরের মানুষ রাস্তায় নেমে এসেছে। জায়গায় জায়গায় জটলা করে ঢাকার খবরাখবর নিয়ে আলোচনা করছে। বুঝতে পারি এ পরিস্থিতিতে কর্মী সম্মেলন বাতিল করে ঢাকায় ফেরা জরুরি। অতঃপর রাতটা লঞ্চঘাটে কাটিয়ে পরদিন সকাল ৬টায় যে লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে যাবে সে লঞ্চে উঠে বসে থাকি। লঞ্চে উঠে বসতেই লঞ্চের সুপারভাইজার জানালেন, ঢাকায় কারফিউ চলছে, তাই এ লঞ্চ সদরঘাট পর্যন্ত যাবে না, আমাদের মুন্সীগঞ্জে নেমে যেতে হবে।
- ট্যাগ:
- মতামত
- স্বাধীনতার ইতিহাস
- প্রতিরোধ যুদ্ধ