কলম আর চলতে চাইছে না
গত বুধবারের ঘটনা। ঘটনাস্থল সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রাম। ইসলাম অবমাননার মিথ্যে এবং চিরাচরিত অভিযোগে এলাকার এবং আশপাশের গ্রামের হেফাজত সমর্থক উগ্রপন্থিরা ওই গ্রামে প্রকাশ্য দিবালোকে তা-ব চালিয়ে হিন্দুদের শতাধিক বাড়ি ও বেশ কয়েকটি মন্দির ভাঙচুর, লুটপাট করে বাধা-বিপত্তিহীনভাবে চলে যায়। তারা একটি মন্দির থেকে একটি কষ্টিপাথরের মূর্তিও নিয়ে যায়। কারণ? আগের দিন ঐ গ্রামে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক ওয়াজ করেন। প্রত্যক্ষদর্শী ও শ্রোতাদের বক্তব্য অনুযায়ী, ওয়াজ করার সময় তিনি ‘উসকানিমূলক সাম্প্রদায়িক’ বক্তব্য দেন।