
সিলেটে কোয়ারেন্টিন থেকে পালানো প্রবাসী পরিবারকে জরিমানা
সিলেটে কোয়ারেন্টিন থেকে পালিয়ে গ্রামের বাড়িতে চলে যাওয়া যুক্তরাজ্যপ্রবাসী পরিবারের ছয়জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নয় সদস্যের পরিবারের ছয়জনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কোনো দণ্ড হয়নি। গতকাল রোববার রাত আটটার দিকে পরিবারের সদস্যরা কোয়ারেন্টিনের জন্য বরাদ্দ আবাসিক হোটেলে ফিরে এলে তাঁদের জরিমানা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।