
করোনার বিষেও ধ্বংস হয়নি মানুষের মনের বিষ
করোনা ভাইরাস এ পৃথিবীর চাল-চিত্রকে বদলে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। একটা টালমাটাল পরিস্থিতিতে ২০২০ সালে মানুষের জনজীবন থমকে গিয়েছিল। করোনা আতংক প্রতিনিয়ত তাড়া করছে প্রত্যেকে। যার ঘরে এ রোগ প্রবেশ করেছে সে বুঝে এর ভয়াবহতা কতটা কঠিন। এ অবস্থায় ২০২১ সালে সারা দুনিয়া ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে।একই সাথে কোভিড -১৯ এর ভ্যাকসিন আশার আলো দেখাতে শুরু করলেও করোনা ভাইরাস কিন্তু পৃথিবী ছেড়ে যায়নি এখন অবধি। বরং নতুন রূপে নানা দেশে হানা দিয়েছে এ ভাইরাস।