জাতীয় জাগরণ ও মার্চ
সেই পঞ্চাশ বছর আগের কথা, স্মৃতিতে এখনও সমুজ্জ্বল। ১৯৭১- এর ঐতিহাসিক মার্চ। আগুন ঝরানো মার্চ। অবাধ্যতার মার্চ। বিদ্রোহের মার্চ। নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার মূর্ত রূপ সেদিনকার বাঙালির চোখে-মুখে, চেহারায়, মিছিল-সমাবেশে ভেসে উঠেছিল সমগ্র পৃথিবীর সামনে। সে এক অসাধারণ অভিজ্ঞতা!
- ট্যাগ:
- মতামত
- স্বাধীনতা যুদ্ধ
- জাগরণ