ডায়েরিতে আমার একাত্তর
১২টার সময় মেজভাইসহ কুমিল্লা রওনা হই। কুমিল্লা থেকে ভাই চলে গেছেন। আমি আজকে কুমিল্লা ছিলাম। সন্ধ্যার সময় কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা শহর আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর কুচকাওয়াজের অনুষ্ঠান দেখি। পরে স্টুডিও প্যারাডাইজে ফটো তুলি।