মানসজগৎ গঠনের ক্ষেত্রে স্মৃতি বড় ভূমিকা পালন করে। সমাজবিজ্ঞানীদের মতে, মানবকুল প্রায় ১১ হাজার বছর আগে গ্রামীণ (কৃষিজ) জীবন শুরু করে। শিল্পবিপ্লবের পর দেশের একটি ক্ষুদ্র জনগোষ্ঠী নগরে বসবাস আরম্ভ করে। বর্তমানে সমগ্র বিশ্বে প্রায় অর্ধেক জনগোষ্ঠী নগরে বসবাস করছে। এদেশের নগরে বসবাসকারী লোকের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর মানসজগতে রয়ে গেছে গ্রামীণ সংস্কৃতির ব্যাপক প্রভাব । এই কারণে আমরা নগরীয় সভ্যতাকে অকুণ্ঠ চিত্তে স্বাগত জানাতে পারছি না।
তাছাড়া আমাদের বুদ্ধিজীবীদের বড় অংশ মনে করেন, গ্রামকে শোষণ করে শহর গড়ে উঠেছে। শহরে শোষকরা বসবাস করে। তাদের এই ধারণার পেছনে যুক্তি আছে; তারা দেখে আসছেন নগরকে ঘিরেই যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড। শহরেই সব নাগরিক সুযোগ-সুবিধা পাওয়া যায়। কিন্তু বিলম্বে হলেও সরকার গ্রামে নগরীয় সুযোগ-সুবিধা দেওয়ার জন্য বহু প্রকল্প বাস্তবায়ন করছে। আমরা ভুলে যাই যে, গ্রামের উন্নয়ন হওয়া মানেই ‘নগর’ হয়ে যাওয়া।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.