কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানব পাচারের মামলায় গ্রেপ্তার নৃত্যশিল্পী ইভানের জামিন

প্রথম আলো হাইকোর্ট প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ১৩:২৯

নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের এই আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত প্রথম আলোকে এই তথ্য জানান।

নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার গ্রেপ্তার
এর আগে গত বছরের সেপ্টেম্বরে দুবাইয়ে নারী পাচারের অভিযোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই সময় সিআইডি জানায়, এ চক্রের মূল হোতা আজম খানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে ৪ আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুই আসামীর জবানবন্দিতে ইভান শাহরিয়ারের নাম আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও