![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/03/20/president-samia-suluhu-hassan-200321-01.jpg/ALTERNATES/w640/president-samia-suluhu-hassan-200321-01.jpg)
তানজানিয়ার ‘মা সামিয়া’
এই তো কয়েকদিন আগে তানজানিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে ঘোষণা করতে হল প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যু সংবাদ। সংবিধান অনুসারে তার কাঁধেই বর্তেছে সরকারের চলতি মেয়াদের বাকি সময়ের দায়িত্ব।
২০১৫ সালে ‘চামা চা মাপিনডুজি’ (সিসিএম) পার্টির অনেক নাম টপকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্যে মনোনীত হন সামিয়া সুলুহু হাসান, যা অবাক করেছিল অনেককে।
মাগুফুলির রানিংমেট হিসেবে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তানজানিয়ার ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পান এই নারী। এরপর গতবছর এক ‘বিতর্কিত’ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদের জন্য ক্ষমতায় আসে মাগুফুলি-সামিয়া জুটি।