![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fvaccine-20210320190958.jpg)
সিনেমা হলে ব্যর্থ জন-ইমরানের সিনেমা
চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা জন-হাশমির অভিনীত ‘মুম্বাই সাগা’ অবশেষে মুক্তি পেয়েছে ১৯ মার্চ। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে ওটিটিতে মুক্তির কথা থাকলেও পুরো ভারতের সিনেমা হলগুলোতেই মুক্তি পেয়েছে।
জনসাধারণ এবং তারকা মানের জন্য সিনেমাটি বক্স অফিসে একটি দারুণ সূচনা করবে বলে আশা করা হয়েছিল। তবে বাস্তব কিছুটা ভিন্ন। প্রথম দিনে সিনেমাটি বক্স অফিসে তুলেছে মাত্র ২ কোটি ৮২ লক্ষ রুপি।