![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Fde531783-e40d-4e02-b1b0-33ef7cb92b6b%252Fjamal_2.jpg%3Frect%3D72%252C0%252C720%252C378%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
দুই মাস পর কলকাতার কথা মনে পড়বে জামালের
প্রথম আলো
প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ১৮:১৫
কাল ঢাকায় ফিরে আজ সকালেই সাইফ স্পোর্টিং ক্লাবের অনুশীলনে যোগ দিয়েছেন জামাল ভূঁইয়া। ঘরের ছেলে যেন ঘরে ফিরে এসেছে। বাংলাদেশের অধিনায়ককে কীভাবে বরণ করে নিতে হয়, তা ভালো করেই জানা আছে তাঁর ক্লাব সাইফের। সকালের অনুশীলনে জামালকে কেক কেটে বরণ করে নিয়েছেন ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী। দুপুরে ক্লাব অফিসে তাঁর সঙ্গে সেরে ফেলেছেন আনুষ্ঠানিক চুক্তিও।