![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/03/20/155308cop_kalerkantho_pic.jpg)
শ্রীলঙ্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে বাস, নিহত ১৪
শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস পাহাড় থেকে গিরিখাতে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার দেশটির রাজধানী কলম্বো থেকে ২৪০ কিলোমিটার দূরে পাসারা শহরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসটি কলম্বো থেকে প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) দূরের পাসারা শহরের কাছে একটি গিরিখাতে পড়ে যায়।
পুলিশের মুখপাত্র অজিথ রোহানা প্রাথমিক তদন্তে চালকের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখিয়েছেন। চালকও মৃতদের মধ্যে একজন। স্থানীয় গণমাধ্যম বলছে, বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন। শনিবার সকালে বাসটি মোনেরাগালা-বাদুল্লা সড়ক থেকে গভীর গিরিখাতে পড়ে যায়।