যে কথা পুরোনো হয় না আজি হতে শতবর্ষ পরেও
মহাকালের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস একাত্তরের মার্চ, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে আবর্তিত হয়েছে; যে কারণে বঙ্গবন্ধু মহাকালের ইতিহাসের মহানায়ক। ইতিহাস মহানায়কদের সৃষ্টি করে আবার ইতিহাসেই শত শত বছর বাঁচিয়ে রাখে। বঙ্গবন্ধু একটু ব্যতিক্রম। তিনি নিজেই ইতিহাস সৃষ্টি করেছেন। সাড়ে ৪ হাজার বছরের ইতিহাসের স্রষ্টা। শ্রেষ্ঠ বাঙালি।
‘কেউ দাবায়ে রাখতে পারবা না’
যে যে কারণে মার্চ মহাকালের ইতিহাসের শ্রেষ্ঠ মাস-
১) ঐতিহাসিক অসহযোগ আন্দোলন, যার নজির বিরল। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী ব্রিটিশবিরোধী আন্দোলনকে বেগবান করার জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। কিন্তু একটি বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনার পর মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলন বাঙালির হাজার বছরের আরাধনার ধন স্বাধীনতার ঘোষণা পর্যন্ত গড়ায়। নিরস্ত্র বাঙালি সশস্ত্র হয়ে ওঠে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালির জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চূড়ান্ত রূপ পায়। এখানে বঙ্গবন্ধু ব্যতিক্রম।