আরএসএস সম্পর্কে অনেকেরই ধারণা কিছুটা ওপর ওপর। ভাসা ভাসা। সেটা এই নয় যে, বাংলাদেশের লোকজন সেভাবে আরএসএস নিয়ে খুব একটা জানেন না। পশ্চিমবঙ্গের অধিকাংশ লোকই আরএসএস নিয়ে সেভাবে খুব একটা ওয়াকিবহাল নন। অথচ আমাদের দেশে আজ যারা দন্ডমুন্ডের কর্তা তাদের প্রায় সবারই চরম দক্ষিণপন্থি যে জীবনদর্শন তা শুরু এবং বিকাশ পুরোপুরি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের অভ্যন্তরে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন সংঘের সর্বসময়ের কর্মী। বিজেপি মূলত আরএসএসের রাজনৈতিক শাখা। নাগপুরে আরএসএসের সদর দপ্তরই হচ্ছে বিজেপির থিংক ট্যাংক। দু-একবার আরএসএস নিয়ে একদম লিখিনি তাও নয়। তবে যত দিন যাচ্ছে, যেভাবে শুধু ভারত নয়, সারা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আরএসএস নিজেদের শিকড় চারিয়ে দিচ্ছে, তাতে তার সম্পর্কে সতত সতর্ক না থাকলে বিপদ আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.