অবহেলিত বনজুঁই মেলে ধরেছে সৌন্দর্য
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ১০:০২
ঋতু বৈচিত্র্যের হাড়কাঁপানো শীতকে বিদায় জানিয়ে ধরায় আগমন ঘটেছে বসন্তের। গাছে গাছে ফুল, আমের মুকুল, পাখির কলরব, ঝরা পাতার মর্মর শব্দ, কচিপাতার উঁকি তা স্পষ্ট জানান দিচ্ছে।
বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে সৌন্দর্য মেলে ধরেছে বনজুঁই। বসন্ত এলেই পথে প্রান্তরে থোকায় থোকায় ফুটে এসব ফুল। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিবিড় পল্লীতেও পথে প্রান্তরে আপন সৌন্দর্য মেলে ধরেছে সবুজ বহুপত্রী এই ফুল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক এলাকা, হল, বিভিন্ন ভবন, মফিজ লেকসহ বিভিন্ন জায়গায় ফুটেছে নজর কাড়ানো এ ফুল।
- ট্যাগ:
- লাইফ
- বসন্ত
- বসন্তবরণ
- ঋতু পরিবর্তন
- বনজুঁই