ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কৃষক হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। শুক্রবার উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্থ সরোয়ার শেখ (৮০) বাদি হয়ে মামলাটি করেন। এ মামলায় আসামি করা হয়েছে ৩০ জনকে। বোয়ালমারী থানা পুলিশ মামলার সাত আসামিকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, পোয়াইল গ্রামের আজিম মোল্যা (৩৩), আসাদ মোল্যা (৩৫), জাসুদ ফকির (৩০), আক্কেল মোল্যা (৪৫), সামচু মোল্যা (৩৮), শহিদুল মৃধা (৩৮), মিজানুর শেখ (৩৮)।