স্থগিত থাকা দলের বিষয়ে ইসির করণীয় কিছু নেই : রহমানেল মাছউদ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৭:৩৩

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, যেসব দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ সেগুলোর বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই। নির্বাচনে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিলে ইসি তাতে সমর্থন জানাবে।


শনিবার (২৫ অক্টোবর) ঢাকা পোস্টের সঙ্গে আলাপে এসব কথা বলেন কমিশনার মাছউদ।


নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই শুধু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে জানিয়ে তিনি বলেন, পলিটিক্যাল পার্টি, সে যে পার্টিই হোক, যারা রেজিস্টার্ড তারাই শুধু ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে। যেসব দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ, সেগুলোর ব্যাপারে ইসির কিছু করণীয় নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও