থমকে আছে ঢাকার ৪ নদী রক্ষার সরকারি প্রকল্প

ডেইলি স্টার প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৩:৫৭

ঢাকার চারটি নদীকে আগের রূপে ফেরাতে হাইকোর্টের নির্দেশের ১৬ বছর পার হলেও নদী দখল রোধে সীমারেখা চিহ্নিতকরণ ও হাঁটার পথ নির্মাণসহ অর্ধেক কাজও সম্পন্ন করতে পারেনি সরকার।


২০০৯ সালের জুনে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর মূল সীমারেখা চিহ্নিত করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। নদীগুলো দখল ও দূষণ থেকে রক্ষা করতেই এই আদেশ দেওয়া হয়েছিল।


আদালতের এই আদেশের পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) চার নদীর দুই তীরে ১০ হাজারেরও বেশি সীমারেখা পিলার বসানো ও ২২০ কিলোমিটার হাঁটার পথ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়।


তবে ২০১৪ সালে শুরু হওয়া প্রকল্পের দুটি ধাপে এখন পর্যন্ত বিআইডব্লিউটিএ ৭২ কিলোমিটার হাঁটার পথ নির্মাণ করেছে এবং ৬ হাজার ২০০টি সীমারেখা পিলার স্থাপন করেছে।


প্রথম ধাপে ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গীর নদীবন্দর এলাকায় ২০ কিলোমিটার হাঁটার পথ নির্মাণ এবং শ্যামপুর ও নারায়ণগঞ্জে দুটি ইকো-পার্ক তৈরি করা হয়। এতে সরকারের ব্যয় হয় ১৪২ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও