বাইডেনকে লাইভ বিতর্কের চ্যালেঞ্জ পুতিনের

প্রথম আলো রাশিয়া প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ১৫:৫৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘হত্যাকারী’ বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। এই মন্তব্যের জেরে বাইডেনকে ‘লাইভ’ বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পুতিন। সরাসরি সম্প্রচারিত বা অনলাইনে এই বিতর্কের জন্য মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত বুধবার এবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দেন বাইডেন। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি পুতিনকে ‘হত্যাকারী’ বলে মন্তব্য করেন। পুতিনের বিরুদ্ধে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভানলিকে হত্যার জন্য বিষ প্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। তবে পুতিন এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও