![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F2e52fd0b-8142-4843-9c1e-9d865dec35bb%252F153886023_265409781890223_7674733453435868081_n.jpg%3Frect%3D0%252C0%252C480%252C252%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-02%252F0c4584f0-e7e8-4bb4-b8a6-ad23e46b76d3%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
দাদাকে ছাড়া আবার শুটিংয়ে লুবাবা
প্রথম আলো
প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ২১:২৫
শুটিংয়ের আগে দাদা আবদুল কাদের অভিনয়ের টিপস দিতেন লুবাবাকে। দাদার হাত ধরে অভিনয় শুরু করা লুবাবা এখন একা। শেষবার দাদার সঙ্গেই সে গিয়েছিল একটি সিনেমায় অভিনয় করতে। দাদার প্রয়াণের পর মন খারাপ করে লুবাবা গেল ভারতের হায়দরাবাদ, অনন্ত জলিলের ছবি ‘নেত্রী: দ্য লিডার’-এর শুটিং করতে।
৯ বছরের সিমরীন লুবাবা এখন বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। দাদা অভিনেতা আবদুল কাদের উত্তরসূরি হিসেবে গড়ে তুলতে শুরু করেছিলেন তাকে। নাতনির আবদারে দাদাকেও শুটিংয়ে যেতে হতো নিয়ম করে। এবারই প্রথম, লুবাবার সিনেমার শুটিংয়ে দাদা নেই। গতকাল বুধবার থেকে ভারতে শুরু হয়েছে লুবাবার অংশের শুটিং।