![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F8cada79a-9707-43c7-a32e-32014640ac54%252Fd3dd683b-459f-44f3-834d-bc7e4fa2e725.jpg%3Frect%3D0%252C47%252C1248%252C655%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কাতারে শ্রমিকের মৃত্যু ও প্রদীপের নিচে অন্ধকার
বিষয়টি অনেক দিন থেকেই আলোচিত হচ্ছিল এবং পশ্চিমের কিছু সংবাদমাধ্যমে প্রতিবেদনও বেশ কিছুদিন আগে থেকে প্রকাশিত হচ্ছিল। ২০২২ বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ কাতারের প্রসঙ্গ এখানে উত্থাপন করছি।
বড় মাপের যে দুটি অভিযোগের তির দেশটির দিকে ধাবিত হতে দেখা যায়, তা হচ্ছে যথাক্রমে বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ হতে পারার প্রতিযোগিতায় বিশাল অঙ্কের অর্থ খরচ করে ফুটবলের বিশ্ব সংগঠন ফিফার সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোট নিশ্চিত করে নেওয়া এবং স্বাগতিক দেশ নির্বাচিত হয়ে যাওয়ার পর চোখধাঁধানো নতুন বেশ কয়েকটি স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়ায় দরিদ্র দেশগুলো থেকে নিয়ে আসা শ্রমিকদের প্রতি মানবেতর আচরণ প্রদর্শন।
- ট্যাগ:
- মতামত
- প্রবাসী
- শ্রমিকের মৃত্যু
- সংবাদ মাধ্যম