তিন মাসে সিলেটে সর্বোচ্চ করোনা শনাক্ত, চাপ বাড়ছে হাসপাতালে
সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। চলতি বছরের (জানুয়ারি থেকে মার্চ) তিন মাসের মধ্যে আজ বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ ৪৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে গত সোমবার ৩ মাসের সর্বোচ্চ ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।
করোনার সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি হাসপাতালে চাপ বাড়ছে বলে স্বাস্থ্য বিভাগ ও করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোর সূত্র জানিয়েছে। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে গড়ে প্রতিদিন ৪০ জন চিকিৎসা নিচ্ছেন। আগে এর পরিমাণ ১৫ থেকে ১৭ জনে নেমে গিয়েছিল।