দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন (৪০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় তার সহকারী আহত হয়েছেন। বুধবার (১৭ মার্চ) রাত ১১টায় মহাসড়কের লেমুয়ার কাজির দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর হাজীপুর এলাকার আজিজুল হকের ছেলে। আর আহত সহকারী মোহাম্মদ শাহীন (২১) লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর মার্টিন এলাকার শাহ আলমের ছেলে।