![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmurder-20210318082849.jpg)
আধিপত্য বিস্তার নিয়ে কৃষককে কুপিয়ে হত্যা
ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আকমল সেখ (৫৬) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ভাতিজা শহিদুল সেখ জানান, গ্রামের জামাল মাতুব্বর গ্রুপ ও হাসমত মাতুব্বর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। প্রায়ই এ দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কিছুদিন আগে সংঘর্ষে জামাল মাতুব্বরের ভাই দেলোয়ার মাতুব্বর নিহত হন। যা নিয়ে বর্তমানে মামলা চলমান।