You have reached your daily news limit

Please log in to continue


এবার ভোট কেনার টোপ আইফোন!

অ্যাপল আইফোন-১২ প্রো ম্যাক্স। আইফোনের আধুনিক মডেল। বাজারে প্রতিটি ফোনের দাম সোয়া লাখের কম নয়। অত্যাধুনিক মডেলের এই ফোনটি এখন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৫৫ জন কাউন্সিলরের হাতে হাতে। ২৫ নম্বর (রামপুর) ওয়ার্ডের দুইবারের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর লিটন নির্বাচিত সব কাউন্সিলরকে দিয়েছেন এই ফোন। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ নম্বর (উত্তর কাট্টলী) ওয়ার্ডের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু প্রত্যেক নির্বাচিত কাউন্সিলরকে উপহার দিয়েছিলেন পায়জামা, পাঞ্জাবি ও শাড়ি। পরে ২০ হাজার লোককে মেজবান খাইয়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন ২০ নম্বর (দেওয়ান বাজার) ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীও। মেজবান খাওয়ানো, দামি পায়জামা, পাঞ্জাবি ও শাড়ি কিংবা আইফোন উপহারের উদ্দেশ্য অভিন্ন। চসিকের প্যানেল মেয়র নির্বাচনের একটা ভোট! সেটার ফয়সালাও হবে আজ বৃহস্পতিবার। গত ২৭ জানুয়ারি চসিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দেড় মাস পর তিন সদস্যের এই প্যানেল মেয়র গঠন হতে যাচ্ছে। ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ড মিলে ৫৫ জন কাউন্সিলর প্যানেল মেয়র নির্বাচিত করবেন। অভিযোগ উঠেছে, এই নির্বাচন ঘিরে প্রকাশ্যে কিংবা গোপনে চলছে টাকার খেলা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন