পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের বালিয়াড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘বালু ভাস্কর্য’ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে এই বালু ভাস্কর্য তৈরি করা হয়েছে।
এ সময় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মন্নান, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদার প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.