বঙ্গবন্ধুর জন্মদিনে এফডিসিতে তারার মেলা
আলাদা আয়োজনে বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসিতে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। বুধবার সন্ধ্যায় এফডিসিতে কেক কেটে কালের মহানায়কের জন্মদিন উদযাপন করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৩ টি সংগঠনের নেতারা।
সেখানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির পরিচিত মুখ। আরও ছিলেন মৌসুমী, ওমর সানী, সাইমনসহ অনেকেই। এ সময় পরিচলক সমিতির নেতা মুশফিকুর রহমান গুলজার বলেন, আজ আমাদের আনন্দের দিন এই দিনে বঙ্গবন্ধু জন্ম গ্রহণ করেন। তিনি জন্মেছিলেন বলেই বাংলাদেশের মতো স্বাধীন দেশের অভ্যুদ্বয় হয়। এই এফডিসিও তারই গড়া।