![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_2%2Fpublic%2Ffeature%2Fimages%2Fgov_0.jpg%3Fitok%3DZoLCiGpH)
কেমব্রিজ পদ্ধতির ‘ও’, ‘এ’ লেভেল পরীক্ষা এপ্রিলে না নেওয়ার নির্দেশ
ইংরেজি মাধ্যমের কেমব্রিজ পদ্ধতির ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। দেশে করোনা মহামারি অনুকূলে না আসায় শিক্ষার্থী-শিক্ষকদের সুরক্ষায় এসব পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আগামী এপ্রিল মাস থেকে এই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।