![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252F1778751e-81f4-4b9d-be53-d9dec00db368%252F221482_aaa.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
লিপনদের ন্যাড়া মাথা ও চুটকা মাতুব্বরেরা
পাড়াগাঁয়ে নানান কেলাসের মাতবর আছে। তার মধ্যে এক কিসিমের মাতবরের নাম ‘চুটকা মাতুব্বর’। এই মাতুব্বরের লিডারশিপ মারাত্মক। এরা এমনিতে পটকা, কিন্তু আওয়াজ করে অ্যাটম বোমা বরাবর। ধরুন, কারও সঙ্গে কারও ঝগড়া লাগল, হাতাহাতি শুরু হলো, লোকজন জড়ো হয়ে গেল। ১০ মিনিটের মধ্যে সেখানে মিনিমাম একজন চুটকা মাতুব্বর উদিত হবে। সেখানে এসে প্রথমেই সে তার মহান উপস্থিতি ঘোষণাসূচক বিরাট একটি কাশি দেবে। তারপর সবার উদ্দেশে বলবে, ‘অ্যাই, সর তোরা! পাতলা হ! আমি দেখতেছি!’
- ট্যাগ:
- মতামত
- চুলের স্টাইল
- মাথা ন্যাড়া