You have reached your daily news limit

Please log in to continue


কচুরীপানা দিয়ে তৈরি নানা সামগ্রী যাচ্ছে বিদেশে!

কচুরিপানা দেখলেই অনেকে গেয়ে ওঠেন সেই বিখ্যাত গান ‘থাকিলে ডোবা খানা হবে কচুরিপানা'। যারা খাল-বিল ও পুকুর নদীতে জন্ম নেওযা কচুরীপানাকে অপ্রয়োজনীয়, পচনশীল উদ্ভিদ এবং মশক উৎপাদন কেন্দ্র বলে মনে করেন তারা নিশ্চিত অবাক হবেন যদি শোনেন ৫০ টাকা কেজি দামে গাইবান্ধায় প্রতি কেজি কচুরিপানা বিক্রি হয়। শুকনো কচুরিপানার ডাটা দিয়ে তৈরি নানা সামগ্রী রপ্তানি হয় বিদেশে। এই খবরটিও তাদের কাছে হবে একবারে নতুন। অথচ বাস্তবে তাই ঘটেছে। গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিযনের মদনের পাডা গ্রামের যুবক সুভাষ চন্দ্র বর্মন এই নতুন খবরের রূপকার। তার কীর্তি এখন লোকের মুখে মুখে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন