কুড়িগ্রামে অবাধে বিক্রি হচ্ছে নকল সিগারেট
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার হাট বাজারগুলোতে বিভিন্ন ব্রান্ডের 'জাল ব্যান্ডরোল' লাগানো নকল সিগারেট অবাধে বিক্রি হচ্ছে। গত শনিবার (১৩ মার্চ) ভূরুঙ্গামারী বাজারে এসব নকল সিগারেটের প্যাকেট বিক্রির সময় স্হানীয়রা এক ব্যাক্তিকে আটক করলেও কৌশলে সে পালিয়ে যায়।
উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, মন্ড নামে প্রতি প্যাকেট সিগারেট ২৭০ টাকা, গুরু নামে প্রতি প্যাকেট ৫৬০ টাকা, ব্লাক নামে প্রতি প্যাকেট ১৬০ টাকা, ডব্লিউ টি-৯৯৯ নামে প্রতি প্যাকেট চুরুট (৫টি) ৩০০ টাকা এবং ডারবি নামে প্রতি প্যাকেট সিগারেট বাজারে বিক্রি হচ্ছে ৩৯ টাকায়। কিন্তু কিছূ অসাধু ব্যাবসায়ী এসকল ব্রান্ডের নকল সিগারেট প্রতি প্যাকেট যথাক্রমে ১৪০, ১০০, ১০০,১৮০ ও ৩২ (বারবি নামে) টাকা দরে কিনে ক্রেতাদের কাছে আসল সিগারেটের দামে বিক্রি করছে।