দূষণে জৌলুস হারাচ্ছে শীতলক্ষ্যা
এক সময়ে শীতলক্ষ্যার পানি পান করতো মানুষ। এ নদীতে মাছ ধরে অনেকেই জীবিকা নির্বাহ করতো। তবে সময়ের পরিক্রমায় সব কিছুই পাল্টে গেছে। পানি পান তো দূরের কথা, এখন শীতলক্ষ্যায় মাছ পাওয়াও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কারণ হিসেবে জানা গেছে দূষণ। দূষণের কবলে পড়ে জৌলুস হারাচ্ছে ১০৮ কিলোমিটারের শীতলক্ষ্যা নদী।
খোঁজ নিয়ে জানা যায়, শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে চারশরও বেশি তরল বর্জ্য নির্গমনকারী প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বর্জ্য শোধনাগার রয়েছে ৩১০ প্রতিষ্ঠিানের। তবে কয়েকেটি প্রতিষ্ঠানের বর্জ্য শোধনাগার থাকলেও সেগুলো ব্যবহার হয় না বলে অভিযোগ রয়েছে। ফলে শীতলক্ষ্যা দূষণ বেড়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দূষণ
- জীবিকা নির্বাহ
- শীতলক্ষ্যা নদী