![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F3af751e4-4e78-4c40-8466-762d08b8e140%252FUntitled_6.jpg%3Frect%3D0%252C54%252C476%252C250%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ভয়ের কথা বলা সত্ত্বেও আসামির জবানবন্দি রেকর্ড, ব্যাখ্যা চান হাইকোর্ট
‘আসামির দুই হাত বেঁধে ঝুলিয়ে পেটানোর প্রমাণ তাঁর দুই হাতের কবজির নিচের কালশিরা দাগ থেকে প্রমাণিত হয়। আসামি রিমান্ডের ভয়ে এই জবানবন্দি দিয়েছেন মর্মে প্রতীয়মান হয়।’
চাঁদপুরের মতলবের একটি হত্যা মামলায় ম্যাজিস্ট্রেটের কাছে এক আসামির দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব লেখা রয়েছে। এমনকি এক স্মারকে ম্যাজিস্ট্রেট উল্লেখ করেছেন,