বিশ্বব্যাপী মহামারিজনিত অর্থনৈতিক অচলাবস্থার জেরে আর সব দেশের মতো বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায়ও এক ধরনের ছেদ পড়েছে—এ কথা অনস্বীকার্য। তবে পাশাপাশি এটাও মানতে হবে, করোনার স্বাস্থ্যগত ও অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় আমরা বেশির ভাগ দেশের চেয়ে ভালো করেছি। অর্থনীতিতে করোনার নেতিবাচক প্রভাবের কারণে আমরা আমাদের সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যগুলো নিচে নামিয়ে আনতে বাধ্য হয়েছি। যেমন—চলতি অর্থবছরে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ৮.২ শতাংশ আমরা নির্ধারণ করেছিলাম, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় তা কমিয়ে ৭.৭ শতাংশ করতে হয়েছে। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক সংকোচনের মধ্যেও যদি ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরে রাখা যায় তা-ও একটি বড় প্রাপ্তি হবে। দারিদ্র্যের হার ২০২০ সালে প্রায় ৯ শতাংশের মতো বেড়েছে। অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান কমেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.