ট্রাম্পকে ইতিহাসের মহান প্রেসিডেন্ট উল্লেখ করে প্রস্তাব গ্রহণ
অ্যালাবামা অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে মহান প্রেসিডেন্ট উল্লেখ করে প্রস্তাব গ্রহণ করেছে। ট্রাম্পকে বাঁধাই করা সম্মাননা সনদ দেওয়ার জন্য অঙ্গরাজ্য রিপাবলিকান পার্টির পক্ষ থেকে স্থানীয় সময় গতকাল শনিবার রাতে নেতারা ফ্লোরিডার মার-এ-লাগোতে পৌঁছান। ক্ষমতা ছাড়ার পর সেখানেই অবস্থান করছেন ট্রাম্প। পৃথক এক অনুষ্ঠানে ট্রাম্প জানিয়েছেন, তাঁর পুত্রবধূ লারা ট্রাম্প আগামী মধ্যবর্তী নির্বাচনে সিনেটর পদে লড়বেন।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে অ্যালাবামা অঙ্গরাজ্য রিপাবলিকান পার্টির নির্বাহী কমিটির নেতা পেরি হুপার জুনিয়র বলেন, দলের অঙ্গরাজ্য কমিটির প্রস্তাবের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মহৎ সব কাজের স্বীকৃতি প্রদান করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.