আমরা করোনাকালেই আছি
বছর ঘুরে মার্চে এসে আবার যেন জ্ঞান শূন্য হয়ে পড়লাম। সেই ২০১৯-এর ডিসেম্বর থেকে শুরু, আজ অবধি অদৃশ্য অনুজীবটিকে নিয়ে কত নীরিক্ষা - পরীক্ষা, কিন্তু বছর পেরিয়ে এসেও বুঝতে পারছি এখনও অধরা ওই অদৃশ্য অনুজীবটি। এমন অনুজীবের বিরুদ্ধে এক বছরের মধ্যেই লড়াই শেষ হওয়ার কথাও ছিল না।