সঠিক চিকিৎসা ও সুস্থ জীবনধারা জয় করতে পারে বন্ধ্যত্বকে
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ০৯:১৭
দীর্ঘদিন সন্তান না হওয়াকে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলে। নিজেরদের জীবনধারার কিছু পরিবর্তন ও সঠিক চিকিৎসা নিয়ে আসতে পারে ঘর আলো করে অনাগত সন্তান।
সন্তান না হওয়ার বিভিন্ন কারণগুলোর মধ্যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) অন্যতম। এতে নারীদের মাসিক নিয়মিত (অসহনীয় ব্যথাযুক্ত) বা অনিয়মিত থাকে, ওজন বেড়ে যায় অথবা শরীরে টেস্টোস্টেরন হরমোনের তারতম্যের কারণে লোমের আধিক্য বেড়ে যায়। শরীরে বেশি পরিমাণে পুরুষ হরমোন টেস্টোস্টেরন থাকার ফলে ব্রণ, চুল পড়া, মুখের ও শরীরের চুল ইত্যাদি অনেক লক্ষণ দেখা দেয়।