![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdead1-20210313090331.jpg)
শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
জামালপুরের সরিষাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালাতক রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় জেলার সরিষাবাড়ির কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে স্বামীর ঘর থেকে তৃষা খাতুন (১৯) নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করে পুলিশ। তৃষা খাতুন ওই গ্রামের শাহা আলমের স্ত্রী।