![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_258146_1.jpg)
রাশিয়ায় ডাটা সেন্টারে অগ্নিকাণ্ডে গুগল-ইউটিউব পরিষেবা বিঘ্নিত
রাশিয়ায় গুগল ও ইউটিউবের পরিষেবা বিঘ্নিত হওয়ার জন্য স্ট্র্যাসবুর্গের ডাটা সেন্টারে অগ্নিকাণ্ডকে দায়ী করা হয়েছে। দেশটির মিডিয়া ওয়াচডগ রোসকোমান্ডজর এক টুইটে এমনটা জানায়। টুইটে বলা হয়, স্ট্র্যাসবুর্গের আরআইএ নোভোস্তি ডাটা সেন্টারে ত্রুটির কারণে গুগল ও ইউটিউব পরিষেবা গ্রহণে বিঘ্ন সৃষ্টি হয়েছে। খবর বিবিসি।
ডাটা সেন্টারটি ফরাসি ক্লাউড সার্ভিস সেবাদাতা ওভিএইচ দ্বারা পরিচালিত হতো। এখান থেকে তারা ইউরোপ, আমেরিকা ও এশিয়ায় ৩২টির মতো সাইট পরিচালনা করত বলে জানা যায়। অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও কীভাবে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল তা এখনো পরিষ্কার হওয়া যায়নি।