অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে ‘স্পার্কক্যাট’ ম্যালওয়্যারের সন্ধান, নিরাপত্তাঝুঁকিতে ব্যবহারকারীরা

প্রথম আলো প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৫

অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা বিভিন্ন অ্যাপে ‘স্পার্কক্যাট’ নামের ক্ষতিকর ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা যেকোনো স্মার্টফোন থেকে ব্যক্তিগত বিভিন্ন তথ্যের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের গোপন পাসওয়ার্ড সংগ্রহ করতে পারে। এর ফলে স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য গুরুতর নিরাপত্তাঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।


ক্যাসপারস্কির তথ্যমতে, স্পার্কক্যাট ম্যালওয়্যার সাধারণ ম্যালওয়্যারের চেয়ে বেশ জটিল ও উন্নত। এটি ব্যবহারকারীদের ফোনে থাকা ছবি স্ক্যান করেও ব্যক্তিগত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। শুধু তা–ই নয়, স্মার্টফোনের নিয়ন্ত্রণ একবার ম্যালওয়্যারটির হাতে চলে গেলে ব্যবহারকারীরা নিজেদের তথ্যের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি বড় ধরনের সাইবার হামলার শিকার হতে পারেন ব্যবহারকারীরা।


ক্যাসপারস্কির গবেষণায় দেখা গেছে, স্পার্কক্যাট মূলত একটি ক্ষতিকর সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (এসডিকে), যা বিভিন্ন অ্যাপের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে থাকা ২৮টি অ্যাপে ম্যালওয়্যারটির সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে ‘চ্যাটএআই’ সবচেয়ে উল্লেখযোগ্য অ্যাপ। অ্যাপটি ইতিমধ্যে এক লাখের বেশি ব্যবহারকারী ডাউনলোড করেছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও