জামাল ভুঁইয়াকে ছেড়ে দিয়েছে কলকাতার মোহামেডান

ইত্তেফাক বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ০৭:৩৩

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার জন্য আসছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। কলকাতার মোহামেডান জামালকে ছেড়ে দিয়েছে। গতকাল বাফুফে জানিয়েছে জামাল আসছেন। বাফুফে জামালকে পাঠাতে কলকাতা মোহামেডানকে চিঠি দিয়েছিল। সেই চিঠির জবাব গতকালই পেয়েছে বাফুফে।

জামাল কবে আসবেন সেটি নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। জামাল কি ঢাকায় আসবেন নাকি সরাসরি নেপালে যাবেন সেটি নির্ভর করছে কলকাতা হতে ফ্লাইট পাওয়ার ওপর। বাফুফে বলছে ১৮ মার্চ জামালকে ছাড়া হবে। আবার অন্য একটি সূত্রের দাবি ১৫ মার্চ জামালকে ছেড়ে দেওয়া হবে। নেপালের খেলার পর জামাল পুনরায় কলকাতায় আই লিগে খেলতে যাবেন কি না সেটি এখনো জানা যায়নি। ফিফায় নিয়ম আছে জাতীয় দলের খেলা থাকলে ক্লাব ফুটবল হতে ছাড়তে হবে। যদি ভিসা নিয়ে নেপালে যেতে হয় তাহলে জামাল হয়তো ঢাকায় ফিরবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও